কুষ্টিয়ায় ট্যা*পে*ন্টা*ডল ট্যাবলেট মা*দক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ট্যা*পে*ন্টা*ডল ট্যাবলেট মা*দক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১২, ২০২৪

নিজ সংবাদ ॥ গতকাল বৃহঃবার (১১ জুলাই) সকালে কুষ্টিয়া পৌরসভার চর কুঠিপাড়ার বড় ড্রেনের পাশে থেকে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক ব্যবসায়ী সহ মোঃ সাজিব (২৬) কে আটক করেন কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

আটককৃত সজীব পৌরসভার চর কুটিপাড়া এলাকার মৃত সাত্তারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার এসআইইউনুস আলী গাজীর নেতত্বে মডেল থানার সদর ফাঁড়ি পুলিশের একটি আভিযানিক দল কুষ্টিয়া পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাজিবকে চর কুঠিপাড়া ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেন।কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা যায়,  ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার ২৯(ক)/৪৭ সরণি অনুযায়ী গতকাল বৃহঃবার (১১ জুলাই) মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১০। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে অভিযান চলমান থাকবে বলেও মডেল থানা সূত্রে জানানো হয়েছে।