নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় জেলের মাছ ধরা দোয়ারে ধরা পড়া বিষধর রাসেলস্ ভাইপার (চন্দ্রবোড়া’র) সাপের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এবং মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সদস্যরা।
গতকাল শনিবার (১৩ জুলাই) দুপুর ২ টার দিকে কুষ্টিয়া শহরস্থ ১৩ নং ওয়ার্ডের বারখাদা পালপাড়া এলাকায় কৃষকের জমি পাশে দুপুর ২ টার দিকে জেলের দোয়ারে আটকা পরে সাপটি। জমির মালিক ও জেলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এলাকার মধ্যে নিয়ে আসে সাপটি।
পরে স্থানীয় আশরাফুল নামে এক ব্যক্তিবাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সহ সভাপতি শাহাবউদ্দিন মিলনের মোবাইলে কল দিলে তিনি এবং সংগঠনের কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ বিকেল সাড়ে ৫ টার দিকে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে ।
অপরদিকে রাসেল ভাইপার সাপের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। এরপর বন বিভাগ কুষ্টিয়া সদরের ফরেস্ট অফিসার মোহাম্মদ জুয়েল আহমেদের কাছে সাপের বাচ্চাটিকে হস্তান্তর করা হয়।
এবিষয়ে বিবিসিএফ এর সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন জানান, গতকাল বিকেলে শহরতলীর গড়াই নদীর পাড় থেকে একটি রাসেল ভাইপার সাপের বাচ্চা উদ্ধার করা হয়, পরে বন বিভাগ কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয় সাপটিকে।
প্রতিটি বন্যপ্রাণী প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে যা অনেক মানুষের অজান্তে। তাই এই মূল্যবান সম্পদকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সকলে সচেতন হই প্রকৃত রক্ষায় এগিয়ে আসি কোথাও কোন বন্যপ্রাণী আটক অথবা বন্দি দেখলে তা উদ্ধার করে অবমুক্ত করার চেষ্টা করুন, অথবা আমাদেরকে সংবাদ দেন আমাদের টিম হাজির হয়ে যাব। প্রকৃতি ধ্বংসকারী যত বড় শক্তিশালী হোক না কেন তার কোন ছাড় দেওয়া হবে না।
