কুষ্টিয়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া ॥ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা যুবদল। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

🎤 সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আলামিন রানা কানাই, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন

এছাড়াও উপস্থিত ছিলেন—

  • জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ

  • সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু

  • সদর থানা বিএনপির সদস্য সচিব বিপ্লব

  • জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু

  • যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম, রাকিবুল হাসান রিংকু

  • সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা

  • শহর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ

  • জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন

  • জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কি রাব্বি প্রমুখ।

 

🗣️ বক্তব্য ও দাবি

সমাবেশে বক্তারা সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন। তারা বলেন, “এই আন্দোলনে গণহত্যার যে ঘটনা ঘটেছে, তা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের—including সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া ব্যক্তি ও গোষ্ঠী—আইনের আওতায় আনতে হবে।”

বক্তারা আরও বলেন, “জনগণের ওপর গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়েছে। শেখ হাসিনা সরকার ও তাদের দোসররা দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের বিদেশে অর্থপাচারসহ নানা দুর্নীতির বিচার করতে হবে।”

🚩 বিক্ষোভ মিছিল

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয় উল্লাস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় এসে শেষ হয়