নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ মে) বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। এসময় তিনি বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি দেয়। দেশপ্রেম শেখায়, আনুগত্য শেখায় এবং একই সঙ্গে দেশেপ্রেমে উদ্বুদ্ধ করে। খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক আরও বলেন, খেলাধুলার প্রতি আমাদের ছেলেমেয়েদের আরও বেশি অনুরাগী করতে হবে এজন্য খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার এর সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমন্নেসা, খুলনা বিভাগীয় ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন লাবলু, সহসভাপতি এসএম কাদেরী সবু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার ডিউসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মিরপুর উপজেলা সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলায় ৪ জন করে বিদেশি খেলোয়াড় থাকায় বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে। টুর্নামেন্টে জেলার ৬টি উপজেলা নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে।
