নিজ সংবাদ ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকালে কুষ্টিয়া মোল্লাতেঘরিয়া শরীয়তুল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসী। বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজা,
জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, সদর থানা আমীর মাওলানা শরীফুল ইসলাম, শহর আমীর এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার যে ঐক্য সূচিত হয়েছিল, তা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং দল-মত নির্বিশেষে সকলকে দেশের কল্যাণে কাজ করার আহ্বানজানান।
