রঞ্জুউর রহমান ॥ প্রজাতন্ত্রের কর্মচারীদের ৭ দফা দাবির প্রেক্ষিতে বৈষম্যহীন জাতীয় ৯ম পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৩০ নভেম্বর) সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য দাবি আদায় পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে কুষ্টিয়ার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়। সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, দেশের প্রশাসনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা, জনসেবা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে প্রজাতন্ত্রের কর্মচারীরা অন্যতম প্রধান শক্তি। দীর্ঘদিন ধরে বেতন ভাতা, পদোন্নতি ও কাঠামোগত বৈষম্যসহ বিভিন্ন সমস্যার কারণে কর্মচারীরা নানান সংকটে ভুগছেন।
তাই দ্রুত জাতীয় ৯ম পেস্কেল বাস্তবায়নসহ দাবি-দাওয়া পূরণ করা জরুরি হয়ে পড়েছে। অন্যথায় প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন বক্তারা।এ সময় বক্তারা আরও বলেন, সরকার যদি সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে দাবি পূরণের উদ্যোগ নেয়, তাহলে কর্মচারীরা আরও উৎসাহ ও মনোবল নিয়ে দেশের সেবা করতে পারবেন। ন্যায্য দাবি বাস্তবায়ন কর্মচারীদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন তারা। সমাবেশ কর্মচারীদের দাবি করা বিষয়গুলোর মধ্যে রয়েছে, বৈষম্যহীন জাতীয় ৯ম পেস্কেল দ্রুত বাস্তবায়ন, বেতন ভাতা পুনর্বিন্যাস ও বৈষম্য দূর করা, চাকরিজীবীদের কল্যাণমূলক সুবিধা বৃদ্ধি, পদোন্নতি, টাইমস্কেল ও অন্যান্য কাঠামোগত সংস্কার কার্যকর করা ইত্যাদি। সমাবেশ শেষে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে তা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের আশ্বাস দেন।
