কুষ্টিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩, ২০২৪

নিজ সংবাদ \ সঠিক তথ্য ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার (২ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের কালেক্টরেট চত্ত¡রে র‌্যালি। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদ,এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: তারেক জুবায়ের, জেলা নির্বাচন কর্মকর্তা, মোহাম্মদ আবু আনসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ) মো: কাওছার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারী ও স্ট্যাম্প শাখা এবং নেজারত শাখা) শাহেদ আরমান,এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জেলার নতুন ভোটার। উপস্থিত অতিথিবৃন্দ জাতীয় পরিচয়পত্র গুরুত্ব তুলে ধরে বলেন,  সব নাগরিকের ভোটার হওয়ার অধিকার রয়েছে। যারা ভোটার হওয়ার যোগ্য তাদের ভোটার তালিকায় নাম থাকতে হবে সরকার জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ পাস করেছে এবং নীতিমালা প্রণয়ন বিষয়ে কাজ করছে। উপস্থিত বক্তারা বলেন ভোটার হওয়ার সময় সঠিক তথ্য দেওয়া খুবই জরুরী। সরকারি চাকরিজীবীদের উদ্দেশে তিনি বলেন, সেবা দিতে হলে আমাদের স্মার্ট হতে হবে। স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি নিশ্চিত হলে স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ বলেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের খুব প্রয়োজনীয় একটা নথি হচ্ছে জাতীয় পরিচয় পত্র। আপনি যদি বাংলাদেশের যেকোনো সরকারিভাবে সরকারি সেবা পেতে চান তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি থাকা লাগবে। বর্তমানে স্মার্ট জাতীয় পরিচয়  পত্রে একজন নাগরিকের  প্রাথমিকভাবে ৩২ টা তথ্য পাওয়া যায়, তাই জাতীয় পরিচয়পত্র করার সময় প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব সঠিক তথ্য প্রদান করা। এ সময় আমন্ত্রিত সুধীজনসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে জেলা নির্বাচন অফিসে চত্বরে ভোটার সেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।