নিজ সংবাদ ॥ বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং ডঃ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালিন সরকারকে ধন্যবাদ জানাতে কুষ্টিয়ায় জাতীয় পার্টি আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। গতকাল শনিবার (১০ আগস্ট) বেলা ৫ টায় কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির (জিএম কাদের) আয়োজনে হাউজিং কদমতলা মোড়স্থ জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাডঃ মনোয়ার আলী।
সাংগঠনিক সম্পাদক শামীম মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু। বক্তব্য রাখেন, সহ সভাপতি মারজিনা বেগম, খন্দকার ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ শরিফ, কুষ্টিয়া সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক খন্দোকার আব্দুল মতিন, কুমারখালী উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি এস কে রবিইল ইসলাম, খোকসা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আইনুদ্দীন মাস্টার, আবু বক্কর, ডাঃ আতাউল গনি, দিনার হোসেন বুলবুল ও রিপন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দলটির জেলা এবং উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভায় প্রধান অতিথি কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু বলেন, বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র সমাজের জয় হয়েছে। অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি। অনেক মায়ের বুক খালী হয়েছে। খুনি স্বৈরাচারি শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। সব মিলিয়ে দেশ আজ অন্যরকম পরিস্থিতির মধ্যে রয়েছে।
পাড়া মহল্লায় যাতে কোন গোলমাল না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালিন সরকার গঠন হয়েছে। আমরা দলের পক্ষ থেকে ডঃ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালিন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি জাতীয় পার্টি দেশের ক্রান্তিকালে দেশের মানুষের পাশে সব সময় ছিল এবং আছে। জাতীয় পার্টিকে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না। ইতিপূর্বে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন দেশে শান্তি ছিলো। দেশে কোন প্রকার লুটপাট ও হানাহানি ছিলো না। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমি বিশ্বাস করি।
