কুষ্টিয়ায় জমি দখল নিয়ে সংঘর্ষে অন্তত চারজন আহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জমি দখল নিয়ে সংঘর্ষে অন্তত চারজন আহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৪, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার বটতৈল চার মাইল এলাকায় পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতরভাবে আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ভুক্তভোগী কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল চার মাইল এলাকার মৃত তৈয়ব আলীর মেয়ে নাসিমা বেগম (৪০), এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বটতৈল চার মাইল মসজিদসংলগ্ন এস.এ. রেকর্ড নং-১৮৫১ ও আর.এস. রেকর্ড নং-২৬৮৫ এর অধীনে নাসিমা বেগমের পৈত্রিক সূত্রে পাওয়া ২৮ শতাংশ জমি রয়েছে, যা তার নামে মিউটেশন সম্পন্ন এবং খাজনাও নিয়মিত পরিশোধ করা হচ্ছে। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে আসামি রফিকুল ইসলাম (৪০), আমিরুল ইসলাম (৪২), আলমগীর (২৫), শাকিল (২৫), কামাল (৪০), জামাল গাজী (৪৫)সহ অজ্ঞাত আরও কয়েকজন ঐ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।

এ নিয়ে আদালতে মামলা হলে আদালত ভুক্তভোগী পরিবারের পক্ষে রায় প্রদান করেন। তবে তবুও আসামিরা জমি দখলের জন্য বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে ঐ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করে। এসময় নাসিমা বেগম ও তার ভাই ফারুক মোল্লা, রাজ্জাক মোল্লা, ভাগিনা রাসেল, ভাতিজা শাহিন, হাসান ও সজীবসহ পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে আসামিরা তাদের উপর হামলা চালায়।

হামলায় রাজ্জাক মোল্লা, শাহিন, রাসেল, হাসান ও সজীব গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নাসিমা বেগম বলেন, “আমাদের পৈত্রিক জমি জোর করে দখল করতে চায় আসামিরা। আমরা আদালতের রায় পাওয়ার পরও তারা আমাদের উপর হামলা চালিয়েছে।” এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।