নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ছয়টি শিয়ালের শাবক উদ্ধার করেছে বন বিভাগ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শনিবার (৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের কুষ্টিয়া জেলা কারাগারের আবাসিক এলাকা থেকে ওই ছয় শিয়াল শাবক উদ্ধার করেন কুষ্টিয়া জেলা কারাগারের সহকারী প্রধান কারারক্ষী মিজানুর রহমান বিপ্লব। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, কুষ্টিয়ার জেলা কারাগারের আবাসিক এলাকায় শিয়ালের ছয়টি শাবক আটকে রাখা হয়েছে। এমন খবর পেয়ে কুষ্টিয়া বন বিভাগ এবং বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়া নামে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা আটককৃত শিয়ালের ৬টি শাবককে করে রাত ৮টার দিকে শিয়ালের শাবকগুলোকে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আবু মুছা, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সহ সভাপতি শাহাবউদ্দিন মিলন, সাংবাদিক নাব্বির আল নাফিজ, হাবিবুর রহমান হাবিব, মীর কুশল, বন বিভাগ কুষ্টিয়ার বাগান মালী হাসান আল মামুন আরিফুল ইসলাম প্রমুখ। শাহাবউদ্দিন মিলন বলেন, শিয়ালের শাবকগুলো ছোট এবং শাবকগুলোর বাবা ও মা ওই এলাকার জঙ্গলেই আছে। এ কারণে কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র এবং কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আবু মুছা’র সঙ্গে পরামর্শ করে শনিবার রাত ৮টার দিকে ওই এলাকায়ই শাবকগুলো অবমুক্ত করা হয়।
