কুষ্টিয়ায় চাচাকে কুপিয়ে হত্যা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় চাচাকে কুপিয়ে হত্যা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৬, ২০২৪

ফ্রিজে খাবার রাখা নিয়ে দ্বন্দ্ব

কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে বাদশা বিশ্বাস (৬০) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ রোববার (১৬ জুন) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাদশার ভাতিজা মাসুদ বিশ্বাস আজ বিকেল ৫টার দিকে বটি দিয়ে কোমর বরাবর আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) শেখ সোহেল রানা বলেন, হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামের আমজাদ মোড়ে ফ্রিজে সামান্য খাবার রাখা নিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।