কুষ্টিয়ায় ঘন কুয়াশা ও প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ঘন কুয়াশা ও প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২৪

ঘন কুয়াশা ও প্রচন্ড শীতে কুষ্টিয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ। শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে শরীর উষ্ণ রাখার চেষ্টা করছেন শীতার্ত এসব মানুষ। প্রচন্ড শীতে স্বাভাবিক চলাফেরাও বন্ধ হয়ে পড়েছে।

কুষ্টিয়ায় ঘন কুয়াশা ও প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত

শীতের কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়েছে। সরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলোতে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এদিকে খেটে খাওয়া মানুষগুলো, ‘তীব্র শীতে ঘর থেকে বের হতে না পারায় কষ্টে জীবন যাপন করতে হচ্ছে তাদের। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আএরমও) ডা. তাপস কুমার সরকার বলেন, ‘তীব্র শীতের কারণে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি শীতজনিত রোগে ভুগছে। এসময় তাদের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে। কুষ্টিয়া সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এক সপ্তাহে ১৪৫ শিশু নতুন ভর্তি হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, তাপমাত্রা ১৭ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে। এভাবে তিনদিন ধরে চলবে। তবে ১৮ জানুয়ারীতে হালকা বৃষ্টি হওয়ার পরে তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানা যায়। এদিকে, বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রচন্ড শীত ও কুয়াশার কারনে জনজীবন অনেকটাই অচল হয়ে পড়েছে। দিনে সূর্যের আলো দেখা গেলেও কুয়াশার কারণে সন্ধ্যা থেকেই যানবাহনগুলো লাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলছে। স্বল্প আয়ের মানুষজন কাজে যেতে পারছেন না শীতের কারণে। বিভিন্ন স্থানে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শীতের পোশাকের জন্য নিম্ন আয়ের মানুষরা শীত নিবারনের জন্য ছুটছেন ফুটপাতে পুরনো কাপড়ের দোকানে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের আনাগোনা থাকায় ফুটপাতের বেচাকেনাই জমজমাট হয়ে উঠেছে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার বলেন, ‘এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন হাজারের অধিক কম্বল শীতার্ত ও ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। রাতে শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের সঙ্গে ঘুরে ঘুরেও কম্বল বিতরণ করা হয়েছে।