কুষ্টিয়ায় গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩০, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ মে) বেলা ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অঃদাঃ) কাওছার হোসেন সহ উপজেলার নির্বাহী কর্মকর্তাগন ও গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিরোজ হোসেন। এসময় জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা বলেন, দেশের স্থানীয় সরকার বিভাগের সর্ব নিম্নস্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। যা একেবারে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দেয়। সে লক্ষ্যে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা গ্রামীণ জনপদের প্রান্তিক জনগোষ্ঠী সাধারণ মানুষ। তাদের ছোটখাটো ফৌজদারী ও দেওয়ানী উভয় ধরনের মামলা বাড়ির পাশে ন্যায় বিচার পাওয়ার জন্য এই গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালত যদি কার্যকরভাবে কাজ করে তবে জেলা পর্যায়ের আদালতে মামলার জট কমে যাবে। তিনি আরো বলেন, কম খরচে সহজ প্রক্রিয়ায় গ্রাম আদালতে বিচারের সুযোগ আছে। তাই এ সম্পর্কে মানুষকে আগ্রহী করে তুলতে হবে। এতে অংশ গ্রহণ করেন, কুষ্টিয়া জেলার সকল ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর। এদিকে গত ২৭ মে কুষ্টিয়া মিরপুর উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা ভিত্তিক গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ- বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা। উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিরোজ হোসেন। এসময় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের সাথে যুক্ত কর্মকর্তাগন। এতে অংশ গ্রহন করেন উপজেলার আওতাধীন সচিব ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগন।