কুষ্টিয়ায় গৃহস্থালি বর্জ্য পৃথকীকরণ কর্মসূচির উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গৃহস্থালি বর্জ্য পৃথকীকরণ কর্মসূচির উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এসএনভি (এসএনভি)-এর যৌথ উদ্যোগে এবং রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় গৃহস্থালি পর্যায়ে কঠিন বর্জ্য পৃথকীকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও টেকসই ‘শূন্য বর্জ্যের শহর’ গড়ার পথে নতুন অধ্যায়ের সূচনা হলো। বর্তমানে কুষ্টিয়া শহরে প্রতিদিন প্রায় ৫৬ টন কঠিন বর্জ্য উৎপন্ন হলেও পৌরসভা সংগ্রহ করতে পারে মাত্র ৩৫ টন। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বর্জ্য ব্যবস্থাপনায় চাপ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আধুনিক ও অংশগ্রহণমূলক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ৫নং ওয়ার্ডে শুরু হলো উৎসে বর্জ্য পৃথকীকরণের পাইলট প্রকল্প।

এসএনভির সহায়তায় ওই ওয়ার্ডের ২৬শ পরিবার প্রতিদিন ঘর থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে পৌর ভ্যানে তুলে দেবে। পচনশীল বর্জ্য থেকে উৎপাদিত হবে জৈব সার এবং প্লাস্টিকসহ অপচনশীল বর্জ্য স্থানীয়ভাবে পুনর্ব্যবহার করে নতুন পণ্য তৈরির সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান। তিনি বলেন, “আইনি প্রয়োগের পাশাপাশি নাগরিকদের স্বেচ্ছাসচেতনতা ও অংশগ্রহণই বর্জ্য ব্যবস্থাপনাকে সফল করবে। ‘পৃথক বর্জ্য, পৃথক বিন’ এই অভ্যাসই পরিচ্ছন্ন কুষ্টিয়া গড়ার ভিত্তি।” তিনি আরও জানান, ৫নং ওয়ার্ডকে মডেল হিসেবে নিয়ে পর্যায়ক্রমে পুরো শহরে এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।

এ সহযোগিতার জন্য তিনি এসএনভি ও নেদারল্যান্ডস দূতাবাসকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু পৌরসভার দায়িত্ব নয়; নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। তাই নিয়ম মেনে পৃথক বর্জ্য প্রদান করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বগুলোর মধ্যে ছিল স্বেচ্ছাসেবক ও বর্জ্য সংগ্রাহকদের পরিচিতি প্রদান, প্রতীকী বিন হস্তান্তর, এসএনভি নির্মিত মেটেরিয়ালস রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ)-এর আনুষ্ঠানিক হস্তান্তর, নাগরিক শপথ, সাংস্কৃতিক পরিবেশনা ও “বর্জ্য থেকে সম্পদ” প্রদর্শনী কর্নার। কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন শহর গড়তে সবার অংশগ্রহণই সবচেয়ে জরুরি। উদ্যোগের মূল বার্তা— “নিয়ম মেনে পৃথক বর্জ্য, পৃথক বিন-পরিচ্ছন্ন কুষ্টিয়া প্রতিদিন।