বিশেষ প্রতিনিধি ॥ মানুষের জন্য মানুষের ভালোবাসা এই স্লোগানকে সামনে রেখে গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার সামনে সিডিএল ট্রাস্ট প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজিদুল ইসলাম, সাধারন সম্পাদক সাহিদা পারভীন রেখা, সহ-সভাপতি হাসিনা রহমান, অর্থ সম্পাদক রোকসানা ইয়াসমিন নাহিদ, দপ্তর ও প্রচার সম্পাদক আকতারি সুলতানা, আসলাম আলী সংগঠক শিরিন বানু, আব্দুল্লাহ সাঈদ, গোপা সরকার, শামীম রানা, ফারজানা রুনা ববি, উন্নতি বিশ্বাস, হোসনে আরা জামান, মাইন উদ্দিন, মাসুদ রানা, বিকাশ বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শীতার্ত অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে, তখন এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
