কুষ্টিয়ায় খুলনা ঢাকা মেইল ট্রেনকে লাটা হাম্বার ধাক্কায় আহত-১ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় খুলনা ঢাকা মেইল ট্রেনকে লাটা হাম্বার ধাক্কায় আহত-১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৮, ২০২৪

নিজ খবর ॥ খুলনা ঢাকা মেইল ট্রেনকে লাটা হাম্বার সংঘর্ষ হয়েছে। এতে লাটা হাম্বার চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রবিবার (৭এপ্রিল) সেহরি শেষ সময় ভোর সাড়ে  চারটার দিকে পূর্ব মজমপুর ও পশ্চিম মজুমপুর সংলগ্ন রেলগেট এ ঘটনা ঘটে। জানাযায়, হরিপুরের কালুর ছেলে রবিন তার লাটা হাম্বা টলি নিয়ে পূর্ব মজমপুর ও পশ্চিম মজুমপুর সংলগ্ন অরক্ষিত রেলগেট পারাপারের সময় চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে পাশে উল্টে লাটা হাম্বার চালক রবিন গুরুতর আহত হয়। পরে স্থানীয় এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঘটনার পর ট্রেন থেমে যায় এবং ট্রেনের ইঞ্জিন  ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ট্রেন মেরামতের পর ছেড়ে যায়। অরক্ষিত রেল গেটের কারনেই এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।