কুষ্টিয়ায় খাল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় খাল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৩১, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া থানার  লক্ষীপুর এলাকার খাল থেকে ভাসমান আলতাফ ( ৪০)  নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ইবি  থানা পুলিশ। গতকাল শুক্রবার (৩০ আগস্ট) কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানা এলাকার লক্ষীপুর এলাকার খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।   নিহত আলতাফ সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের দেড়ীপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। নিহতের বড় ভাই বদর উদ্দিন জানান, গত তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

পরে তার লাশ আমার বোন জামাইয়ের বাড়ির পাশে খালে এলাকাবাসী দেখতে পায়। খবর পেয়ে লাশটিকে শনাক্ত করি। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। এলাকা সূত্রে জানা যায়, নিহত আলতাব  দীর্ঘদিন ধরে চোর সিন্ডিকেটের সদস্য ছিল।

এলাকায় চুরি করার অপরাধে তাকে গ্রাম থেকে গ্রামবাসী বের করে দিলে, তার বোন জামাই ইবি থানার  লক্ষ্মীপুর গ্রামের আসাদুলের বাড়িতে বসবাস করতেন। সেখান থেকে তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ইবি থানার ওসি মো. মামুন রহমান বলেন, বাড়ির পাশে খালে লাশ ভাসতে দেখে পথচারীরা পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।