কুষ্টিয়ায় “ক্লিন কুষ্টিয়া-গ্রীণ কুষ্টিয়া”র যাত্রা শুরু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় “ক্লিন কুষ্টিয়া-গ্রীণ কুষ্টিয়া”র যাত্রা শুরু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী জাকির হোসেন সরকারের উদ্যোগে ”ক্লিন কুষ্টিয়া-গ্রীণ কুষ্টিয়া”র যাত্রা শুরু হয়েছে। ব্যতিক্রমধর্মী এই সংগঠনটি কুষ্টিয়া জেলা ব্যাপি পরিস্কার-পরিচ্ছন রাখতে ইতিমধ্যে নানামুখী কর্মসূচী হাতে হাতে নিয়েছে। ফেজ-১ এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচীর মধ্যে রয়েছে, (১) শিক্ষার পরিবশে ও মান উন্নয়নে কার্যকরী ব্যবস্থা গ্রহন। ২। মানবিক ও ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, সততা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়ে এক্সট্রা-কারিকুলাম এ্যাকটিভিটি। যেমন-খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস এবং চলমান বিভিন্ন ইস্যুতে সভা-সেমিনার আয়োজন করা। ৩। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করা।

৪। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বজায় রাখার ব্যবস্থা করা। ৫। গ্রীন ক্যাম্পাস এবং ছায়া সুনিবিড় পরিবেশ নিশ্চিতকরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং মনিটরিং করা।জানতে চাইলে ”ক্লিন কুষ্টিয়া-গ্রীণ কুষ্টিয়া”র উদ্যোক্তা ও জেলা বিএনপি’র আহবায়ক প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সবে মাত্র সংগঠনটি যাত্রা শুরু করেছে। আশা করি বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে সংগঠনটি। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচীর মাধ্যমে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদেরকে নতুন ভাবে সৃষ্টি করবে। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচী শিক্ষার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতি তাদের (শিক্ষার্থীদের) দৃষ্টি ভঙ্গি পাল্টে দিবে।