রঞ্জুউর রহমান ॥ গতকাল শনিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের মজমপুর ঘুরে নবাব সিরাজউদ্দোলা সড়ক ঘুরে মুজিব ভাষ্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি মোঃ হাবিবুর রহমান মালিথা। সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সাধারন সম্পাদক মোঃ শুভীন আকতার, যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার মাহাবুব হোসেন মিলন, তুজামতুল্লাহ বকুল, শামীম রেজা, হাবিবুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক মাগফেরাতুন নাহার, আনার আলী, এস এম তৌফিকুল কবির তুহিন, মাসুদুর রহমান, সদস্য আজব আলী, কুষ্টিয়া শহর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সাধারন সম্পাদক শহীদী আলম রতন, গোলাম মোস্তফা, ইবি শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি মেজবাহুল ইসলাম, সাধারন সম্পাদক সাব্বির খান শাওন, মিরপুর উপজেলা শাখার সভাপতি আবু হুরায়রা স্বপন, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি রকিবুল ইসলাম, সাধারন সম্পাদক সোহেল রানা ও কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধামঞ্চের সভাপতি নজররুল ইসলাম প্রধান ও সাধারন সম্পাদক লায়ন আরিফ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সহ সভাপতি ওয়ালিউর রহমান রনি, দপ্তর সম্পাদক মোছাঃ সুমাইয়া খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোছাঃ ফাতেমা খাতুন, কুমারখালী উপজেলা শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব হাসান, খোকসা উপজেলা শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের যুগ্ন সাধারন সম্পাদক মিন্টু হোসেনসহ সংগঠনটির জেলা ও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, জীবনবাজি রেখে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন। তাদের অসম্মানকারীদের এদেশে ঠাঁই হবে না।
যারা কোটা বিরোধী আন্দোলন করছেন,তারা মুলত জামাত- বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। আমরা লড়ছি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দীপ্ত শপথে। আর মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দোলনের মদদদাতা ও রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে মাঠে নেমেছি। প্রয়োজনে ৭১-এর হাতিয়ার হাতে তুলে নেব, তবুও মুক্তিযোদ্ধার অপমান সহ্য করা হবে না। যতক্ষন না তারা এই অযোক্তিক কোটাবিরোধী আন্দোলন থেকে বিরত না হবে ততোক্ষন আমাদের আন্দোলন চলবে।
