কুষ্টিয়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৬, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন’র বিরুদ্ধে জমি ও মসজিদ দখলের অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন কুষ্টিয়া পৌরসভার জুগিয়ার বাসিন্দা মোঃ আব্দুর রহমান। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধা ৭টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখত বক্তব্যে তিনি বলেন, কুষ্টিয়া জেলার সদর থানাধীন বারখাদা মৌজাস্থ ত্রিমোহনী হঠাৎপাড়া এলাকায় আমার, আমার ভাই ফজলুল হক ও তিন বোনের নামীয় ১১৭ শতক জমি রয়েছে। যার আর.এস খতিয়ান নং ৫১০, দাগ নং: ৩৬৯৫ ও ৩৬৯৬, জমির শ্রেণী: মাটিয়াল এবং এস.এ খতিয়ান: ১৯২১, দাগ নং ২১৪২।

উক্ত জমি হঠাৎপাড়া এলাকার একটি কুচক্রিমহল দীর্ঘদিন যাবৎ ধরে জোরপূর্বক ভাবে পেশিশক্তির প্রভাব খাটিয়ে দখল নিয়ে রেখেছে। পূর্বে এই জমি দখল নিতে ইন্ধনদাতা হিসাবে ছিল বিগত আওয়ামী লীগ সরকারের কিছু নেতারা। দখলকারীদের নিকট আমি সহ আমার পরিবারের লোকজন এই জমি আমাদের দাবি করি এবং জমির বৈধ কাগজপত্র দেখায়। তবুও জমি দখলকারী আব্দুর রাজ্জাক, জুয়েল, ইঞ্জিনিয়ার ইউসুফ, আব্দুর রফ, মোংলা সহ বেশ কয়েকজন আমাদেরকে এই জমি বুঝে না দিয়ে জোরপূর্বক ভাবে দখল করে রাখে। দখলকারীরা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাতে কৌশলে এই সম্পত্তির উপর একটি মসজিদ তৈরী করে। মসজিদ এর জায়গা দেখিয়ে দখলকারীরা পুরো সম্পত্তি ভোগ দখল করে রেখেছে। কিন্তু প্রকৃতপক্ষে আমার মোট সম্পত্তির সামান্য জায়গাতে মসজিদ করে রেখেছে।

বাকী সম্পত্তি দখলকারীদের নিয়ন্ত্রণে। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, যার প্রেক্ষিতে অদ্য (গতকাল বুধবার ২৫ ডিসেম্বর) অনুমান সকাল ১১ টায় দখলকারীদের আমার সম্পত্তির বৈধ কাগজপত্রাদি দেখানোর উদ্দেশ্যে সেখানে গেলে উপরোক্ত দখলকারীগণ সহ ওই এলাকার লোকজন পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করার চেষ্টা করে। আমরা পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। পরবর্তীতে ওই দখলকারীরা এলাকার সাধারণ মানুষদের ভুল ব্যাখ্যা দিয়ে রাস্তা দখল করে বিক্ষোভ করে এবং সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে। লিখিত বক্তব্যে আব্দুর রহমান বলেন, আমরা আমাদের বৈধ সম্পত্তি বুঝে পাচ্ছি না। এই সম্পত্তি উদ্ধার করতে গিয়ে নানান ধরনের হয়রানির শিকার হচ্ছি। তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি অনুরোধ করছি, আমাদের বৈধ জমি পুনরুদ্ধারে আপনারা আমাদের সহযোগিতা করুন। এছাড়া দখলকারীরা সাংবাদিকদের কাছে যাদের নাম তুলে ধরেছে তারা কেউ-ই আজ ঘটনাস্থলে উপস্থিত ছিল না।