রঞ্জুউর রহমান ॥ গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সকাল এগারোটায় কুষ্টিয়া পৌরসভা পাঁচ রাস্তার মোড়ে মোঃ ইকরাম জোয়াদ্দার (সনি) ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ আলম (মাসুদ) এর সহযোগিতায় আল্লাহ পাকের ৯৯ নাম সহ পবিত্র কোরআনের স্তম্ভ নির্মাণ করার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। আর এই মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে বলেন, আল্লাহর ৯৯ নাম খচিত স্তম্ভ নির্মাণ উদ্দেশ্য হচ্ছে আসা-যাওয়ার পথে মানুষ আল্লাহকে স্মরণ করার।
শহরের জীবনের ব্যস্ততায় আল্লাহর স্থাপনাটি সর্বশক্তিমান আল্লাহর কথা পথচারীদের স্মরণ করিয়ে দেবে। স্তম্ভে আল্লাহর ৯৯টি নামগুলো ব্যবহার করলে। এগুলো মুসলমানদের জন্য অত্যন্ত আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম হিসেবে কাজ করে। প্রতিটি নাম আল্লাহর নির্দিষ্ট একটি বৈশিষ্ট্য নির্দেশ করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরিতে সাহায্য করে।
