কুষ্টিয়ায় আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৪, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দর‌্যালি ও আলোচনাসভা সহ কেক কাটার মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গতকাল রোববার (২৩ জুন) বিকেল ৪টার দিকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণিল সাজে আনন্দর‌্যালি করে দলের নেতাকর্মী। পরে শহরের পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (প্রশাসক) বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতন ও বিজ্ঞ পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ ও অ্যাড. শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু। পৌর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজ্ঞ জিপি অ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা সবুজ, সাধারন সম্পাদক অ্যাড. সামস তানিম মুক্তি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খোকা, সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার গৌরব চাকী সহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন জন্ম নিয়েছিল বাংলার মানুষের সুখ-দুখের ভাগীদার একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিলো। জন্ম নিয়েছিল এই দল, যার নেতৃত্বে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। যেই দলের হাত ধরে স্বাধীন হয়েছি আমরা, সেই হাত ধরেই আজ আমরা প্রগতির শিখরে অবস্থান করছি।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রে রুপান্তরিত হতো। কিন্তু ১৯৭৫ সালে ঘাতকের গুলিতে তিনি সহ তার পরিবারের সদস্যরা শহীদ হন। দেশের বাইরে থাকায় সে সময় তার দুই কণ্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা প্রাণে বেঁচে যান।

বক্তারা আরো বলেন, ২০০১-২০০৬ সালে বিএনপি-জামায়াতের চরম অত্যাচার-হামলা সহ্য করেও অসহায় মানুষের পাশে ছিলো বাংলাদেশ আওয়ামী লীগ। পরে ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার হাত ধরেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। তেমনি কুষ্টিয়ায় আরো উন্নয়নের জন্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির বিকল্প নেই। হানিফ এমপি যতদিন আছেন ততদিন কুষ্টিয়ার উন্নয়ন হবে, এ জেলা হবে আধুনিক রোল মডেল জেলা। গণমানুষের দল আওয়ামী লীগ যুগে যুগে এভাবেই জনগণের পাশে থাকবে আওয়ামী লীগ। শত বাধা-বিপত্তি আর ষড়যন্ত্র মাড়িয়ে বাংলাদেশের সব সফলতার গল্পে অবদান আছে আওয়ামী লীগের।