কুষ্টিয়ায় অস্ত্র গুলিসহ শীর্ষ সন্ত্রাসী রেজা আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অস্ত্র গুলিসহ শীর্ষ সন্ত্রাসী রেজা আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৪টি দেশি অস্ত্র ও ১৮৭ রাউন্ড গুলিসহ রেজাউল করিম রেজা নামের এক শীর্ষ সন্ত্রাসী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে জেলার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪টি দেশীয় অস্ত্র, ১টি ইয়ার গান ও ১৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্পের প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয় আটক রেজাউল করিম রেজা একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে। আটক শীর্ষ সন্ত্রাসী রেজাকে অস্ত্রসহ কুমারখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।