বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার তালবাড়িয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে জেলার তালবাড়িয়া মোটা বালুরঘাট এলাকায় পরিচালিত পাঁচ ঘণ্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশক্রমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-মিরপুর উপজেলার চারুলিয়া গ্রামের মো. কলম আলী এবং তালবাড়িয়া গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান। তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন আইন-২০২৩) এর ধারা ১৫ অনুযায়ী দন্ডাদেশ কার্যকর করা হয়েছে।
