কুমারখালী রেল স্টেশন এলাকায় বেড়েছে অপরাধ চক্রের দৌরাত্ম - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী রেল স্টেশন এলাকায় বেড়েছে অপরাধ চক্রের দৌরাত্ম 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালী রেলওয়ে স্টেশন ও তার আশপাশ এলাকায় বেড়েছে অপরাধী চক্রের দৌরাত্ম্য। প্রায় প্রতিদিনই স্টেশন ও তার আশেপাশে এলাকায় ছিনতাই, পকেট মার সহ সব ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন রেল যাত্রীরা। অনুসন্ধানে জানা যায়, রেল স্টেশনে সবচেয়ে বেশি ঘটছে পকেটমারি, অভিনব কায়দায় ছিনতাই এর ঘটনা। স্টেশনে দিনের পর দিন এ সব অপরাধ বাড়ছে।

এই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুমারখালী রেল স্টেশনে কুমারখালী উপজেলার কালোয়া গ্রামের ফরিদা খাতুনের ১০ হাজার টাকা ও সোনার দুটি দুল অভিনব কায়দায় ছিনতাই হয়।  এছাড়া এর  আগেও কুমারখালী স্টেশনে ভাংগা থেকে ছেড়ে আসা  ট্রেনের এক নারী যাত্রীর ৬ হাজার টাকা ও মোবাইল ফোন ব্যাগ থেকে নিয়ে নেয়। প্রতিনিয়তই কুমারখালী রেল স্টেশনে কিছু না কিছু হারানোর সংবাদ পাওয়া যায়। কথা হয় ফরিদা খাতুনের এর সঙ্গে, তিনি বলেন আমি আমার স্বামীকে ডাক্তার দেখানোর জন্য রাজশাহী যাচ্ছিলাম।

এই সময় কুমারখালী রেল স্টেশনে দুই জন ছেলে আমাকে বলে, কোথায় যাবেন আমি বললাম রাজশাহী যাব। এই সময় তারা বলেন, আমাদের প্রাইভেট গাড়ি আছে। আমাদের সঙ্গে গেছে খুব কম সময়ে আপনি রাজশাহী পৌঁছে যাবেন। এই বলে তারা বলেন, আপনার কাছে টাকা থাকলে টাকা গুলো ভালো জায়গাতে রাখুন। টাকা বেড় করতেই তারা টাকা গুলো কৌশলে নিয়ে নেয় এবং আমার কানের দুল ও তারা অভিনব কায়দায় ছিনতাই করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, স্টেশনে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। ছিনতাইয়ে চেয়ে বেশি ঘটে পকেটমারের ঘটনা। ট্রেনে যাত্রী ওঠানামার সময় বেশি যাত্রীদের টাকা খোয়া যায়। ভ্যানিটি ব্যাগ কেটে বা পকেট থেকে যাত্রীদের টাকা তুলে নেয়া হয়।যখনই ট্রেন আসে তখনই যাত্রীদের পকেট কাটে পকেটমাররা। কিন্তু দেখার কেউ নেই।

তেমন ধরাও পড়েনা তারা। রেলওয়ের নিয়ম অনুয়ায়ী রেল লাইনের ওপরে দোকান বসা তো দূরের কথা  রেলের ১৬ ফুটের মধ্যে কোন দোকান বসতে পারবেনা। এখানে কোন নিরাপত্তা নেই। এ বিষয়ে স্টেশন মাস্টার মো: শরিফুল ইসলাম বলেন, এই বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।