কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার উদ্যোগে ১ হাজার অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে পৌরসভার সামনে অসহায় দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী পৌর মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামচ্ছুজ্জামান অরুন। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীন হোসেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বাবু হোসেন, ৩ নং ওয়ার্ডের মোঃ হারুন অর রশিদ, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম রফিক, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তুহিন শেখ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ময়না খাতুন সহ আরো অনেকেই এই সময় উপস্থিত ছিলেন।
