কুমারখালী-খোকসার মানুষ ৭ জানুয়ারী দেখিয়ে দেবে ট্রাকের জনপ্রিয়তা : আবদুর রউফ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী-খোকসার মানুষ ৭ জানুয়ারী দেখিয়ে দেবে ট্রাকের জনপ্রিয়তা : আবদুর রউফ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩, ২০২৪

কুষ্টিয়া কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ তার নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নির্বাচনী এলাকায়। (২ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

কুমারখালী-খোকসার মানুষ ৭ জানুয়ারী দেখিয়ে দেবে ট্রাকের জনপ্রিয়তা : আবদুর রউফ

জনসভায় উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভা উপলক্ষে দুপুর থেকে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ছোট – ছোট আকারে মিছিল আসতে থাকে। এই সময় চারপাশ ট্রাক মার্কা প্রতীকের স্লোগান – স্লোগান কম্পিত হতে থাকে।

জনসভায় হাজার- হাজার নেতাকর্মীরা ট্রাক মার্কা প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যতয় করেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি আব্দুর রউফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা, শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারিখ বিপ্লব, আওয়ামীলীগ নেতা জাকারিয়া খান জেমস প্রমুখ। জনসভায় এক বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান বলেন, আমি জগন্নাথপুর ইউনিয়নের সন্তান, এই খান থেকে আগামী ৭ তারিখে ট্রাক মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আমরা জগন্নাথপুর ইউনিয়নের মানুষ যাতে মাথা উঁচু করে চলতে পারি সেই দিকে খেয়াল রাখতে হবে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ তার বক্তব্যে বলেন, আমি প্রধানমন্ত্রী কাছ থেকে নির্বাচন উপলক্ষে কিছু অর্থ পেয়েছি। উৎসব মুখর পরিবেশ করতে চাইলে স্বতন্ত্র প্রার্থীর দরকার আছে। নির্বাচন উপলক্ষে আপনারা যাকে তাকে অপমান করেছেন। ৭ তারিখের এর জবাব পাবেন। আগামী নির্বাচনে ট্রাক মার্কা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন। এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন যোগ্য প্রার্থী বেছে নেওয়ার নির্বাচন।