কুমারখালী-খোকসার মানুষ তাদের দুঃখ কষ্টের জবাব এইবার ব্যালটের মাধ্যমে দেবে- জান্নাতুন নাহার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী-খোকসার মানুষ তাদের দুঃখ কষ্টের জবাব এইবার ব্যালটের মাধ্যমে দেবে- জান্নাতুন নাহার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের (ট্রাক) প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী-খোকসার মানুষ তাদের দুঃখ কষ্টের জবাব এইবার ব্যালটের মাধ্যমে দেবে- জান্নাতুন নাহার

বুধবার (৩ জানুয়ারি) কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মীরপুর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। চাপড়ার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ফারাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রউফের সহধর্মিণী জান্নাতুন নাহার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চাপড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হাসান রিন্টু, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের লেকচারার ব্যবসায় শাখার শিক্ষক তানভির মেহেদী সহ আরও অনেকেই। উঠান বৈঠকে বক্তরা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতঃস্ফূর্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আপনারা নির্দ্বিধায় ৭ তারিখে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন। যারা বলছে আমাদের সমর্থক নাই আজ তারা কোথায়? দেখুন আজ আমাদের গণসংযোগ জনস্রোতে পরিণত হয়েছে।

এখন আর এ জনস্রোত দমিয়ে রাখার সুযোগ নেই। হাজার-হাজার সাধারণ ভোটার এখন আমাদের সমর্থক। মানুষ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে। ৭ তারিখ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। আব্দুর রউফের সহধর্মিণী জান্নাতুন নাহার বলেন, চাপড়া ইউনিয়নের বাসিন্দারা আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা দেখালেন সত্যিই আমি মুগ্ধ। আমি সারাজীবন আপনাদের এ শ্রদ্ধা ও ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম। গত পাঁচ বছরে কুমারখালী-খোকসার মানুষ তাদের দুঃখ কষ্টের জবাব এইবার ব্যালটের মাধ্যমে দেবে। মানুষ আর মামলা হামলা চায় না। কুমারখালী-খোকসার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়। আর এই এলাকার মানুষের সুখ শান্তি বজায় রাখতে হলে আবদুর রউফ’র বিকল্প নাই।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাকারিয়া খান জেমস, সাবেক অতিরিক্ত সচিব আক্তারুজ্জামান, কুমারখালী পৌর কাউন্সিলর ফরিদ খান, কুমারখালী পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নবকুমার দত্ত এবং উপজেলা শ্রমিক লীগ নেতা সাদ্দাম সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।