মোশারফ হোসেন ।। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের বছর ব্যাপী সাংগঠনিক কমসূচির অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় কুষ্টিয়া কুমারখালী ও খোকসা ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান অরুণ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন সহ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মীরা এই সময় শান্তি সমাবেশ উপস্থিত ছিলেন।

কুমারখালী শান্তি সমাবেশ শেষ করে খোকসা শান্তি সমাবেশে যোগদেন সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপস্থিত ছিলেন খোকসা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তারসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
শান্তি শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ জর্জ বলেন, বিএনপি ও জামায়াত যদি নৈরাজ্য সৃষ্টি করে। তাদের কে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
আরও দেখুন:
