কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আনসার-ভিডিপি’র ব্রিফিং - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আনসার-ভিডিপি’র ব্রিফিং

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২০, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে  ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আনসার – ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনকারী পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্য, সদস্যাদের উদ্দেশ্য এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল রবিবার (১৯ মে ) দুপুর ২ টার সময় কুমারখালী দুর্গাপুর স্কুলমাঠে কুমারখালী উপজেলা আনসার ও  ভিডিপি কার্যালয়ের আয়োজনে ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুষ্টিয়া জেলা কমান্ডার ( অতিরিক্ত দায়িত্ব) প্রদীপ চন্দ্র দত্ত, কুমারখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ হামিদা পারভীন, উপজেলা ট্রেইনার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ। এ সময় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যারা  উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৭ ই মে স্বচ্ছতার সাথে   যাচাই-বাছাই করে নির্বাচনী ডিউটিতে প্রতিটা সদস্যকে নিয়োগ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমারখালী উপজেলার মোট ১০০ টি কেন্দ্রে ১৩ জন করে মোট ১ হাজার ৪ শ’ ৭৩ জন আসার ও ভিডিপি আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন  উপজেলা আনসার- ভিডিপির কর্মকর্তা মোছাঃ হামিদা পরাভীন। এদের মধ্যে ৪০০জন নারী ও ১০৭৩জন পুরুষ সদস্য রয়েছেন।