দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজে মুখরিত হয়ে উঠছে কুষ্টিয়া-৪ আসন (কুমারখালী-খোকসা)। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পড়েই মাঠে নেমেছে সাবেক এই সংসদ সদস্য ও ট্রাক প্রতীকের কান্ডারী আব্দুর রউফ।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজারে নির্বাচনীয় প্রচারণার অংশ হিসেবে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময়ে বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ইতিমধ্যে দলের মধ্যে ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ করেছে। সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের উন্নয়ন (কুমারখালী-খোকসা) ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্কুল, কলেজ, থেকে শুরু করে কলেজ, মাদরাসা, রাস্তা ঘাট সব জায়গায় তার উন্নয়ন রয়েছে।
দলমত নির্বিশেষে আব্দুর রউফের ট্রাক প্রতীক মার্কায় ভোট চান তারা। এসময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু, চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো.সেলিম হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহব্বত হোসেন, চাপড়ার ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনোয়ার হোসেন লালন প্রমুখ। এসময়ে চাপড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সাবেক ও বর্তমান ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
