কুমারখালীর কিরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীর কিরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৪, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট তথ্য প্রযুক্তি তথ্যপ্রযুক্তিবিদ সুফি ইবনে বিন আবুবকর’র সার্বিক  সহযোগিতায় ও আয়জোনে গতকাল শনিবার (২৩ মার্চ) সকাল দশটায় ভি সি ডি মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে কিরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত  কিরাআত প্রতিযোগিতায় অধ্যাপক ডক্টর মোঃ আব্দুল মোহাইমেন এর পরিচালনায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশগ্রাম ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুস সামাদ, বড়ভালুকা জামে মসজিদ’র খতিব  হাফেজ মোঃ আল কুরাইশ, পান্টি হাফিজীয়া মাদ্রাসার নুর আলম সিদ্দিকী,  ভি সি ডি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাওলানা জসিম উদ্দীন মুজাহীদি মুহতামিম, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক মোঃ খাইরুল ইসলাম এবং গুরুকুল কুষ্টিয়ার সহকারি পরিচালক তানভীর মেহেদী। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কুরআনের হাফিজগণ তাদের  সুমিষ্ট কন্ঠে কুরআন তেলাওয়াত করেন। তেলাওয়াত শেষে ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরন করে উপস্থিত অতিথিগণ। চাপড়া ইউনিয়ন থেকে প্রথম স্থান অধিকার করে মোঃ তানজিল আহমেদ, দ্বিতীয় স্থান অধিকার করে জিহাদ হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করে মীথি খাতুন। যদুবয়রা ইউনিয়ন থেকে প্রথম স্থান অধিকার করেন মোঃ তৌফিক আহমেদ, দ্বিতীয় স্থান অধিকার করে মোঃ আশরাফুল এবং তৃতীয় স্থান অধিকার করে মোঃ সাদিকুর রহমান।