কুমারখালীত জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীত জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩, ২০২৪

কুমারখালী প্রতিনিধি \” সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ” এই প্রতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ভোটার দিবস  উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা ও অনু্ষ্িঠত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে গতকাল শনিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মাহবুবুল হক। এই সময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান,  মেরিনা আক্তার মিনা,  উপজেলা নির্বাচন অফিসার। মোঃ আলমগীর হোসেন, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম আকিব, আওয়ামীলীগ নেতা আলতাফ মাহমুদ প্রমুখ।