কুমারখালীতে ৭ নভেম্বর উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ৭ নভেম্বর উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৮, ২০২৪

মোশারফ হোসেন, কুমারখালী ॥ কুষ্টিয়া কুমারখালীতে ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য বিএনপি নেতা গোলাম মহাম্মদ এর নেতৃত্বে । কুমারখালী বাসস্ট্যান্ডে গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উপর কর্মময় জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে এই বিএনপি নেতা। দিবসটি পালন উপলক্ষে  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডকুমেন্টরি (ভিডিও, স্থিরচিত্র) প্রদর্শনী করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধ দল কেন্দ্রীয় কমিটি সহ আইন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহম্মদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল। এই বিপ্লবে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন। আর সেজন্যই জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব অপরিসীম।