কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ৪০০ শিক্ষার্থীকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা গল্প শোনালেন চারজন বীর মুক্তিযোদ্ধা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গতকাল রোববার (২ জুন) বিকেলে স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে শিক্ষার্থীদেরকে স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানো হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পটির পরিচালক ( উপসচিব) ড. মো. নুরুল আমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে বীরত্বগাথা গল্প শোনান বিএলএফ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দেস হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু ও বীর মুক্তিযোদ্ধা মো. আকমল হোসেন। অনুষ্ঠানে চার বীর মুক্তিযোদ্ধা তাঁদের যুদ্ধকালীন সময়ের নানান ঘটনার গল্প শোনান। আর ৪০০ শিক্ষার্থীরা গভীর মনযোগী হয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনেন এবং অনুপ্রেরিত হয়। এছাড়াও গল্পের পরে বীর মুক্তিযোদ্ধাদের নানান বিষয়ে প্রশ্ন করে শিক্ষার্থীরা এবং উত্তর দেন বীর মুক্তিযোদ্ধাগণ। পরে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ী ১০ জনকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
