কুমারখালীতে স্মার্টফোন কেড়ে নেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে স্মার্টফোন কেড়ে নেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৬, ২০২৩
কুমারখালীতে স্মার্টফোন কেড়ে নেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে স্মার্টফোন কেড়ে নেওয়ায় আম্বিয়া খাতুন (১৩) নামের এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে পৌরসভার সেরকান্দি এলাকায় এঘটনা ঘটে। সে ওই এলাকার মো. আব্দুল্লাহ’র মেয়ে ও কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

কুমারখালীতে স্মার্টফোন কেড়ে নেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

কুমারখালীতে স্মার্টফোন কেড়ে নেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

কুমারখালীতে স্মার্টফোন কেড়ে নেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

ছাত্রীর খালাতো ভাই অর্থ বলেন, আম্বিয়া সব সময় স্মার্টফোন নিয়ে পড়ে থাকত। রাতে তাঁর স্মার্টফোনটি কেড়ে নেওয়া হয়েছে। সেই অভিমানে বুধবার সকালে নিজঘরে ফাঁস লাগিয়ে অসুস্থ হয়ে পড়ে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, মেয়েটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। তাঁর ভাষ্য, মেয়েটির গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে।

এবিষয়ে জানতে কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইনের সরকারি নাম্বারে কল দেওয়া হয়। কিন্তু তিনি কলটি গ্রহন করেননি। তবে থানার উপ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফল আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও পড়ুন: