কুমারখালী প্রতিনিধি \\ কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর খাবার দিতে গিয়ে অবৈধ ট্রাক্টরের ধাক্কায় নাজমা খাতুন (৫৫) গুরুতর আহত হয়েছেন। সে দকী ইউনিয়নের বাটিকামাড়া মাল পাড়া গ্রামের মুক্তার মালের স্ত্রী।জানা যায়, গতকাল রবিবার (৩ মার্চ) সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে উপজেলার সদকি ইউনিয়নের তরুন মোড়ের শহীদ গোলাম কিবিরিয়া সড়কে মধু ফ্যাশন নামক স্থানের পাসে এই দূর্ঘটনা ঘটে । স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, আহত নাজমা খাতুনের স্বামী মোঃ মুক্তার মাল স্থানীয় ভাই ভাই রাইস মিলে কাজ করে। প্রতিদিনের ন্যায় গতকালও নাজমা খাতুন তার স্বামীর খবার নিয়ে যাচ্ছিলেন রাইস মিলে । হঠাৎ তরুন মোড় থেকে আশা অবৈধ দ্রুত গামি ট্রাক্টরের ধাক্কায় গাড়ির নিচে চলে যায় নাজমা । পরে আহত নাজমা খাতুন ও ড্রাইভার রজব আলীকে কুমারখালী হাসপাতালে নেওয়া হয়। পরে কুমারখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে নাজমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া পাঠানো হয় । এ বিষয়ে কুমারখালী থানার সদকী ইউনিয়নের বীট অফিসার দিবাকর জানান, ঘটনা স্থানে গিয়েছিলাম গাড়িতে আহত পথচারী নাজমা খাতুন কে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
