কুমারখালীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৪

কুমারখালী প্রতিনিধি \ ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যে কুষ্টিয়া কুমারখালীতে  নানা আয়োজনর মধ্যে দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর আবুল হোসেন তরুণ অডিটরিয়ামে  উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আমিরুল আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা প্রকৌশলী আব্দুল রহিম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।