কুমারখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৩
কুমারখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া কুমারখালীতে খুলনা-ঢাকা-খুলনা রুটে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেন দুটির যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সাংস্কৃতির তীর্থভূমি কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে খুলনা-ঢাকা-খুলনা রুটে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেন দুটির যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছেন বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কবি সাহিত্যিক সহ সর্বস্তরের মানুষ।

কুমারখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

কুমারখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

কুমারখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

বুধবার সকাল ১১ টায় কুমারখালী রেলস্টেশন চত্বরে কুমারখালী বঙ্গবন্ধুর সাংস্কৃতি পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদ মানু, কবি ও সাহিত্যিক লিটন আব্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতি পরিষদের সদস্য সচিব আবু দাউদ রিপন, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কে এম আর শাহিন, দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক মরোয়ার হোসেন, সমকাল প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, দৈনিক খবরওয়ালা পত্রিকার প্রতিনিধি মোশারফ হোসেন সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্শ্ববর্তি খোকসা স্টেশনে বেনাপোল এক্সপ্রেস এবং পাংশায় স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামের দুইটি করে ট্রেন দুই মিনিট করে যাত্রা বিরতি প্রদান করছে। অথচ ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতি, শিল্প ও পর্যটনে সমৃদ্ধ কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে নেই ওই দুই এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি।

এতে চরম ভোগান্তিতে পড়েছে এই উপজেলাবাসী ও বাইরে থেকে আগত ব্যবসায়ী, দর্শনার্থীসহ নানা শ্রেণির মানুষ। দ্রুত এক্সপ্রেস ট্রেন গুলোর যাত্রা বিরতির দাবি জানান তাঁরা।