কুমারখালীতে সাবেক এমপি-চেয়ারম্যান-মেয়রসহ ২৪ জনের নামে মামলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে সাবেক এমপি-চেয়ারম্যান-মেয়রসহ ২৪ জনের নামে মামলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৫, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলা ও ভাঙচুরের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার (২৪ আগষ্ট) সকালে আসাদুজ্জামান আলী খান নামে এক ছাত্র বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মামলা করেন। এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরো ১০ থেকে ১৫ জন। মামলা নম্বর ১০। সন্ধায় এ তথ্য জানিয়েছেন থানা পুলিশ।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-কুষ্টিয়া ৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার ৩ নম্বর কাউন্সিলর হারুন অর রশিদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৪ জন নেতাকর্মী।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৫ আগষ্ট বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র – জনতা ও শিক্ষক কুমারখালীতে একটি বিজয় মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার এলংগী এলাকার মাথাভাঙা মন্দির এলাকায় পৌছালে আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। হামলায় মিছিলে থাকা কয়েকজন আহত হয়।  মামলার বাদী আসাদুজ্জামান আলী খান জানান, ৫ আগষ্ট ছাত্র জনতার এক দফা দাবি আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে পালিয়ে যান।

এ উপলক্ষ্যে বিকেলে একটি বিজয় মিছিল বের করেন তারা। মিছিলে আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। সুষ্ঠ বিচারের আশায় তিনি মামলা করেছেন। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, ৫ আগষ্ট ছাত্র জনতার মিছিলে হামলার অভিযোগে সাবেক এমপি, মেয়র, চেয়ারম্যানসহ ২৪ জনের নামে থানায় মামলা হয়েছে। আসামিরা গা ঢাকা দেওয়ায় কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। তবে সঠিক তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।