কুমারখালীতে সরকারি খাস জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে সরকারি খাস জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৪, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালী পৌর ৮ নং ওয়ার্ডের শহিদ গোলাম কিবরিয়া সেতুর পূর্ব পাশে গড়াই নদীর খাস জায়গা  দখল করে ঘর  নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি স্থানীয় এক বাসিন্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার কার্যালয়ে  অভিযোগও করেও কোন প্রতিকার পাননি বলে তিনি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, স্থানীয় কিছু অসাধু লোক  অবৈধভাবে খাসজমি দখল করে ঘর নির্মাণ করে বিক্রির পায়তারা করছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার তেবাড়িয়া গ্রামে সরকারি খাস জায়গা  দখল করে ঘর নির্মাণ করেছেন স্থানীয় বাবু হোসেন ।

এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাতের কাছে অভিযোগও করেছেন বলে জানান তিনি। তবে অভিযোগ করেও নির্মিত ঘর উচ্ছেদ করা হয়নি।

বুধবার সরোজমিনে গিয়ে দেখা যায়, দুইটি টিনের ছাপরা ঘরে তুলে বসবাস করছে বাবু ও পরিবার।

সরকারি জায়গাতে হঠাৎ করে ঘর তৈরি হাওয়ায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, আমরা চাই প্রশাসন যেন সরকারি খাস জায়গা উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘর নির্মাণকারী বাবু  জানান, আমার ঘর বাড়ি নেই। সেই কারণে এলাকার মানুষ আমাকে ঘর নির্মাণ করে দিয়েছে। আমি কোন টাকা পয়সা কারো দেয়নি করো এই ঘর নির্মাণের জন্য। কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, এ বিষয়ে একটি  অভিযোগ পেয়েছি।

অভিযোগটি তহসিলদারকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা  জায়গাটি সরকারের না’ মালিকানা নির্ধারন করতে পারিনি। জমি মেপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।