কুমারখালীতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২, ২০২৪
oppo_0

কুমারখালী প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম, যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক, ইমাম এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সভায় বক্তারা বলেন, নাশকতাকারীরা বিভিন্ন রূপ ধরে সকলের মাঝে মিশে থেকে নানান অপকর্ম চালাচ্ছেন। চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যাতে সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদসহ জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য কমিটির সকল সদস্যকে সচেতন ও সতর্ক থাকতে হবে।