কুমারখালীতে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে অভিযান, ৭ জনকে জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে অভিযান, ৭ জনকে জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৩

কুষ্টিয়া কুমারখালীতে শহীদ গোলাম কিবরিয়া সেতুতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, অবৈধ আলো ও হর্ণ ব্যবহার, অপ্রাপ্ত বয়স্ক চালক, গাড়ি ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকার অপরাধে ৭ জনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কুমারখালীতে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে অভিযান, ৭ জনকে জরিমানা

কুমারখালীতে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে অভিযান, ৭ জনকে জরিমানা

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঘণ্টাব্যাপী সড়ক ও পরিবহন আইনে আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালতকে সহযোগীতা করেন ভূমি কার্যালয়ের স্টাফরা।

এতথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। তিনি জানান, অপ্রাপ্ত বয়স্ক চালকরা সেতুর ওপরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রেস করে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সেজন্য দুর্ঘটনা ও রেস প্রতিরোধে রোববার সন্ধায় অভিযান চালানো হয়।

অভিযানে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, অবৈধ আলো ও হর্ণ ব্যবহার, অপ্রাপ্ত বয়স্ক চালক, গাড়ি ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকার অপরাধে ৭ জনকে সড়ক ও পরিবহন আইনে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।