কুমারখালী প্রতিনিধি ॥ ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া কুমারখালীতে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, তথা শুভ জন্মাষ্টমী। গতকাল সোমবার (২৬ শে অক্টোবর) বেলা ১১ টায় পৌর শহরের বড় কালিবাড়ী প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় কালিবাড়ী গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, জেলা বিএনপি’র সদস্য, খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, থানা অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট জয়দেব বিশ্বাস সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশুসহ বিপুল সংখ্যক পূণ্যার্থীরা অংশগ্রহন করেন। এ সময় ভক্তবৃন্দরা ঢাক-ঢোল আর কাসার তালে তালে শ্রী কৃষ্ণের বন্দনা করে কীর্তন করেন। এছাড়া নানা সাজে সজ্জিত হয়ে মহাবতার শ্রী কৃষ্ণের বিভিন্ন লীলা বিলাসের নাট্যপ্রদর্শন করেন। বর্ণ্যাঢ্য আয়োজনে পুরো শহর মূখরিত হয়ে উঠে।
