কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালটির নিজস্ব ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে ব্যতিক্রমী এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও নাট্যকার লিটন আব্বাস।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন-ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, পুলিশ পরিদর্শক আজিজুর রহমান, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসতিয়াক আহমেদ আবির, কুমারখালী প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান প্রমুখ। প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোর আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহন করে। অংশগ্রহনকারী প্রতিযোগীদের মাঝে আগামী ২৬ডিসেম্বর শুক্রবার বিকেলে হাসপাতারটির নিজস্ব ভবনে পুরস্কার বিতরণ করা হবে।
