কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে রাতের অন্ধকারে ভুট্টাক্ষেতে পানি ঠুকিয়ে ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে মোঃ আনোয়ার হোসেন(৬৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার ( ২৫ মার্চ) রাতে উপজেলার সদকী ইউনিয়নের হিজলাকর এলাকার কৃষক আফজাল হোসেনের ভুট্টাক্ষেতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আফজাল হোসেন অভিযোগ করে বলেন, হিজলাকর মৌজায় আমার প্রতিবেশী মোঃ আনোয়ার হোসেন বিশ্বাস(৬৫), পিতা- মৃত মাহাতাব উদ্দিন বিশ্বাস নিকটবর্তী চারটি অগভীর নলকূপ থাকা সত্ত্বেও অনুমোদন ছাড়া জোরপূর্বক আরো একটি অগভীর নলকূপ স্থাপন করছে । যার পাশে আমার লিজকৃত( .৭২ শতাংশ) জমিতে ভুট্টার আবাদ রয়েছে। পরিমিত পরিচর্যা এবং অনুকুল আবহাওয়া থাকায় ভুট্টা গাছ খুব ভালো হয় । সবকিছু ঠিক থাকলে এক মাসের মধ্যে ভুট্টা ঘরে তোলার কথা ছিল। কিন্তু নলকূপ স্থাপনের জন্য সেচ এর মাধ্যমে আনা পানি হঠাৎ আমার আবাদি জমিতে প্রবেশ করায় নষ্ট হতে যাচ্ছে পরিশ্রমের সেই ফসল। এতে আর্থিক ক্ষতির পরিমান দাঁড়াবে প্রায় ১ লক্ষ পঞ্চাশ হাজার (১,৫০,০০০) টাকা। এমতাবস্থায় এই সমস্যার প্রতিকার চেয়ে আমি উপজেলা প্রশাসন ও কৃষি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুট্টা ক্ষেতের পাশে সোলার প্যানেল বসানোর কাজ চলছে, সেখানে দায়িত্বে থাকা তানভীন নামে এক যুবক বলেন, রাতের আঁধারে হঠাৎ করে বাঁধ ভেঙে ভুট্টা ক্ষেতে পানি ঠুকে গিয়েছে। আমাদের অজান্তেই এই ঘটনা ঘটেছে।এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভের হয়েছে। এ বিষয়ে আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.মাহবুবুল হক বলেন, কৃষি কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ দাসের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
