কুমারখালীতে রোড এক্সিডেন্টে যুবলীগকর্মী গুরুতর আহত, পা হারানোর শঙ্কা
কুষ্টিয়া কুমারখালীতে আওয়ামী লীগের গাড়িবহর থেকে ফেরার পথে মাটিভর্তি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন।

কুমারখালীতে রোড এক্সিডেন্টে যুবলীগকর্মী গুরুতর আহত, পা হারানোর শঙ্কা
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া – রাজবাড়ী সড়কস্থ কুমারখালীর জিলাপি তলা এলাকার লালন ইটভাটার গেটে এ দুর্ঘটনা ঘটে। আহত নেতার নাম মো. রুহুল আমিন (২২)। তিনি উপজেলার চাপড়া গ্রামের শাহাদত হোসনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ বলেন, এমপি সাহেবের গণসংবর্ধনা খোকসা থেকে কুমারখালীর দিকে যাচ্ছিলাম। সেসময় একটি ড্রাম ট্রাক এন্টিগেটর না জ্বালিয়ে পিছন থেকে ডানে মোড় নিয়ে রুহুলের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রুহুলের পা পৃষ্ঠ হয়ে গেছে।
কুমারখালী থানার উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর ড্রাম ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
