কুমারখালীতে রাতারাতি কমতে শুরু করেছে কাঁচা মরিচের বাজার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে রাতারাতি কমতে শুরু করেছে কাঁচা মরিচের বাজার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩, ২০২৩
কুমারখালীতে রাতারাতি কমতে শুরু করেছে কাঁচা মরিচের বাজার

কুষ্টিয়া কুমারখালীতে রাতারাতি কাঁচামরিচের বাজারে দাম কমতে শুরু করেছে। ৭ শ’থেকে ৮ শ’টাকার কেজি কাঁচামরিচ এখন খুচরা ও মহল্লার দোকানে ২ শ’ টাকা থেকে ২ শ’ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারে ৩০ থেকে ৪০ টাকা দামে কিছুটা পার্থক্য রয়েছে। সোমবার পৌর তহবাজারে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে দুই শ’ পঞ্চাশ টাকা থেকে ২ শ’ টাকা কেজি দরে। ভারত থেকে আমদানির প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে, কিছুটা বেড়েছে যোগানও।

কুমারখালীতে রাতারাতি কমতে শুরু করেছে কাঁচা মরিচের বাজার

কুমারখালীতে রাতারাতি কমতে শুরু করেছে কাঁচা মরিচের বাজার

কুমারখালীতে রাতারাতি কমতে শুরু করেছে কাঁচা মরিচের বাজার

গত এক সপ্তাহ ধরেই নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম অস্বাভাবিক পর্যায়ে রয়েছে। কুমারখালী বাজারে সরবরাহও কম । মানভেদে পাইকারি পর্যায়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে দেড় শ’ থেকে দুই শ’ পঞ্চাশ টাকায়। খুচরা দোকানে দাম হাঁকা হচ্ছে দুই শ’থেকে দুই ষাট টাকা কেজি দরে। আমদানি উন্মুক্ত করে দেয়ার সুফল পাচ্ছে ক্রেতারা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

কাঁচামরিচ কিনতে আসা নয়ন শেখ বলেন, বাজারে রাতারাতি কাঁচামরিচের বাজার কমে গেছে। এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২ শ’ থেকে দুই শ’ ৮০ টাকা কেজি দরে। আরো দাম কমলে সাধারণ ক্রেতাদের সুবিধা হতো। বাজার মনিটরিং না থাকায় এমন দাম বেড়েছে, প্রতিনিয়ত বাজার মনিটরিং করা উচিত।

পাইকারি কাঁচামরিচ বিক্রেতা শরিফ বিশ্বাস বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি হওয়ায় কুমারখালীতে কাঁচামরিচের দাম কমেছে। পাইকারি বিক্রি হচ্ছে, প্রকার ভেদে দেড় শ’ থেকে দুই শ’ টাকা কেজি । আস্তে- আস্তে আরো কমবে কাঁচামরিচের দাম।

আরও পড়ুন: