কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মসলা জাতীয় ফসল রসুনের উৎপাদন বৃদ্ধির জন্যে বারি রসুন-২ এর প্রদর্শনীর মাঠ দিবস অনু্ষ্িঠত হয়েছে। ২০২৩ – ২০২৪ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে দক্ষিণ যদুবয়রা ঈদগাহ ময়দানে মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান। উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম প্রমূখ। উপজেলা কৃষি কার্যালয় সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩০২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের রসুন চাষাবাদ করা হয়েছে। দেশে জনসংখ্যা বাড়ছে, কিন্তু জমির পরিমান কমছে। সেজন্য অল্প জমিতে বেশি লাভের জন্য উন্নত ফলনশীল জাতের চাষাবাদ করতে হবে। বারি রসুন-২ প্রতি শতকে প্রায় এক মণ ফলন দেয়। সেজন্য বারি রসুন-২ জাতের চাষাবাদ বৃদ্ধির জন্য কৃষক-কৃষাণিদের উপস্থিতিতে মাঠ দিবস করা হয়েছে।
