কুমারখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৩
কুমারখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া কুমারখালীতে এক বিশাল যুব সমাবেশ ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। (১২ নভেম্বর) রবিবার বিকেলে কুমারখালী পৌর বাস টার্মিনালে উপজেলা যুবলীগ’র আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলাতে বেশ বড় আকারে শোভাযাত্রা করেছে সংগঠনটি।

কুমারখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত

কুমারখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত

কুমারখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমারখালী পাবলিক লাইব্রেরী থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে শেষ হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

সকালে দর্লীয় অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুণ, যুবলীগের সহ-সভাপতি এস,এম রফিক, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রমূখ।